Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জাজিরা

শরীয়তপুর জেলার  অন্যতম উপজেলা জাজিরা। শরীয়তপুর হতে ১২ কি.মি  উত্তরে অবস্থিত। বিশ্ব মানচিত্রের ২৩.১৬ ও ২৩.২৭ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯০.১৩ হতে ৯০.২৬ পূর্ব দ্রাঘিমার রেখার মধ্যে জাজিরা অবস্থিত। উপজেলাটির উত্তরে মুন্সিগঞ্জ দক্ষিণে পরীয়তপুর সদর পূর্বে নড়িয়া এবং পশ্চিমে শিবচর উপজেলা। জাজিরা পদ্মানদী ভাংগন কবলিত এলাকা প্রতি বছরেই নদী ভাঙ্গনের কারনে উপজেলার অংশ সংকোচিত হচ্ছে এবং বাস্ত ভীটাহীন লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শরীয়তপুরের বুহত্তম  জনগোষ্ঠীর জাজিরা উপজেলার উপর দিয়ে শরীয়তপুর মাঝির ঘাট-সড়ক ব্যবহার পুবূক পদ্মা নদী পার হয়ে ঢাকা যাতায়াত করে। জাজিরার নামকরন সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য জানা নেই। এটি একটি আরবি শব্দ যার অর্থ দ্বীপ। এ শব্দ হতেই পূরোনো যুগের কোন মুসলিম নোতা এর নাম লিখেছিলেন মর্মে কথিত আছে। ১৯৮৩ সালে ২৪মার্চ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ বীরশ্রেষ্ঠ এর মাতা মোসাঃ মফিদুন্নিসা জাজিরা উপজেলা উদ্বোধন করেন।