Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা নির্বাচন অফিস
বিস্তারিত

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, জাজিরা,শরীয়তপুর।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

কি কি সেবা পাওয়া যাবে :

*ভোটার তালিকা তথা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য নাম অন্তর্ভুক্তি;

*ভোটার স্থানান্তর;

*ভোটার নম্বর প্রাপ্তি;

*জাতীয় পরিচয়পত্রে বিদ্যমান ভুল সংশোধন;

*জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ার ক্ষেত্রে ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ইস্যু;

*অনলাইনে জাতীয় পরিচয়পত্রের সঠিকতা যাচাই

 

 

কিভাবে সেবাসমূহ পাওয়া যাবে :

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্ধারিত ফরম পূরণ, সহায়ক ডুকুমেন্ট প্রদান এবং

বিধি মোতাবেক অন্যান্য নিয়ম-কানুন অনুসরণ করে সেবাসমূহ পাওয়া যাবে।

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়

 

অফিস প্রধান :

০১।       উপজেলা নির্বাচন অফিসের প্রশাসনিক ও আর্থিক কার্যাদি;

 

নির্বাচন পরিচালনা:

০২।       নির্বাচন কমিশনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন;

০৩।       জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারগণকে যাবতীয় সহযোগিতা প্রদান;

০৪।       নাগরিক সচেতনতা (Civic Education) কর্মসূচি বাস্তবায়ন;

 

প্রশিক্ষণ :

০৫।       ভোটার রেজিস্ট্রেশনে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান;

০৬।       নির্বাচনে দায়িত্ব পালনকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান;                                           

 

লজিস্টিক সংগ্রহ, বিতরণ ও সংরক্ষণ :

০৭।       স্বচ্ছ ব্যালট বাক্স ও সীল;

০৮।       ছবিসহ ভোটার তালিকা;

০৯।       ভোটার রেজিস্ট্রেশনের সরঞ্জামাদি;

১০।       ব্যালট পেপার, সীল ও অন্যান্য নির্বাচনী মালামাল;

 

ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত :

১১।      উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভোটার তালিকা প্রণয়ন ও ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কার্যক্রম;

১২।      প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র বিতরণ;

১৩।      অন্যান্য সময়ে (হালনাগাদকালীন বাদে) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম;

১৪।      জাতীয় পরিচয়পত্র সংশোধন ও ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ইস্যু সংক্রান্ত কার্যক্রম;

 

অন্যান্য :

১৫।      যেরূপ আবশ্যক সেরূপ নির্বাচন সংক্রান্ত সকল উপাত্ত (প্রার্থীর তথ্য, সীমানা নির্ধারণ সংক্রান্ত তথ্য, রাজনৈতিক দলের তথ্য ইত্যাদি) 

          সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা প্রেরণ করা;

১৬।      বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতির (আইসিটি পলিসি) অভীষ্ট উদ্দেশ্য মোতাবেক সকল আইসিটি

          যন্ত্রপাতি ও সম্পদ যাতে সচল/ব্যবহারযোগ্য থাকে তা নিশ্চিত করা;

১৭।       বাংলাদেশ নির্বাচন কমিশনের আইসিটি সিস্টেম ও সম্পদসমূহ যাতে নিরাপদে রক্ষিত থাকে তা নিশ্চিত করা;

১৮।       উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন তদন্ত পরিচালনা ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকটপ্রদান;

১৯।       সার্ভার স্টেশনের উপর্যুক্ত মানে রক্ষণাবেক্ষণ এবং কারিগরী যন্ত্রপাতি যথাযথ সংরক্ষণ;

২০।       সময়ে সময়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব।

label.column.field_projects

0

যোগাযোগ

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, জাজিরা,শরীয়তপুর।